বাস খাদে পড়ে টাঙ্গাইলে নিহত ৭
টাঙ্গাইলের ঘাটাইলে বিনিময় পরিবহনের বাস খাদে পড়ে দুই নারীসহ সাতজন নিহত হয়েছেন একজন। নিহতদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মো. কামাল হোসেন জানান।
নিহতরা হলেন- ঢাকার বাসিন্দা শান্তা (২৫), টাঙ্গাইলের গোপালপুরের শাহজাহানপুরের চন্দন (২৫) ও মাকুল্লার আসমা (৪০), জামালপুরের দিকপাইতের রহিম (৫০), সরিষাবাড়ীর রঞ্জন আহমেদ (৪০) ও মহনপুরের মনিরুজ্জামান সবুজ (৩৫) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আন্ধারমানিকের নূরে আলম (৩০)।
এদের মধ্যে মনিরুজ্জামান সবুজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে পুলিশ কর্মকর্তারা জানান। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে ওসি কামাল হোসেন জানান।
তিনি বলেন, বিনিময় পরিবহনের বাসটি ঢাকা থেকে ধনবাড়ি যাচ্ছিল। রাত ১০টার দিকে গুণগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
প্রতিক্ষণ/এডি/শাআ