বাহরাইনের বিমান ধরতে এসে যুবকের মৃত্যু
প্রতিক্ষণ ডেস্কঃ
ভাগ্য পরিবর্তনের আশায় বাহরাইনের বিমান ধরতে এসেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। বিমানে উঠবার আগেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো তাকে। ভাগ্যাহত এই শ্রমিকের নাম আনোয়ার হোসেন। ৩১ বছর বয়সী এই যুবকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে।
বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. আনিসুজ্জামান লালন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিহিন লঙ্কার একটি ফ্লাইটে শ্রীলঙ্কা হয়ে বাহরাইনে যাওয়ার কথা ছিল আনোয়ারের।
“তিনি শ্রমিকের কাজ নিয়ে বাহরাইনে যাচ্ছিলেন। তার ফ্লাইট ছিল বেলা সাড়ে ১২টায়। কিন্তু ১২টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে এসে উনি বুকে ব্যথা অনুভব করেন।
পরে চিকিৎসকের পরামর্শে তাকে উত্তরার একটি হাসপাতালে পাঠানো হলে সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা লালন বলেন, ছেলে বিদেশ যাবে বলে আনোয়ারের বাবা আব্দুল মালেকও বিমানবন্দরে এসেছিলেন।
পুলিশের পক্ষ থেকে আনোয়ারের মৃত্যুর খবর জানানো হলে বিকাল ৪টার দিকে ছেলের মৃতদেহ নিয়ে গ্রামের পথে রওয়ানা হন মালেক। আনোয়ার এর আগে কখনো বিদেশে গিয়েছিলেন কিনা- তা জানাতে পারেননি সহকারী পুলিশ সুপার।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া