বাহুবলী থ্রী

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৯, ২০১৫ সময়ঃ ৪:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

img_baahubali1445856371ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় নির্মাতা এসএস রাজামৌলি এখন ব্যস্ত বহুল আলোচিত বাহুবলিদ্য কনক্লুশন সিনেমার কাজ নিয়ে। ভারতের ব্যয়বহুল এ সিনেমা নির্মাণের পর সিক্যুয়েল বাহুবলি থ্রি নির্মাণ করবেন এ নির্মাতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রাজামৌলি।

নির্মাতা এসএস রাজামৌলি এবং তার বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদ গত শনিবার তেলেগু চ্যানেল টিভিনাইনে একটি সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে বাহুবলি সিনেমার আরো কোনো সিক্যুয়েল তৈরি হবে কিনা? এমন প্রশ্ন করা হলে রাজামৌলি বলেন বাহুবলি থ্রি নির্মাণের পরিকল্পনা চলছে।

কিন্তু এ সিনেমাটি নির্মাণ বিষয়টি নিয়ে খোলাশা হওয়ার পরিবর্তে তা আরো জটিল আকার ধারণ করে। কিছু কিছু সংবাদমাধ্যম খবর প্রকাশ করে বাহুবলি থ্রি নিয়ে রাজামৌলির কোনো পরিকল্পনা নেই। এমন খবর প্রকাশের পর ভীষণ হতাশ হন রাজামৌলি। গত ২৪ অক্টোবর বাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে বাহুবলি থ্রি তৈরির নিশ্চয়তা দেন এ নির্মাতা।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G