বাহুবলী পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রথম প্রকাশঃ মে ৩, ২০১৭ সময়ঃ ৬:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫০ পূর্বাহ্ণ

পরিচালক এস এস রাজা মৌলি

ভারতীয় ছবি বাহুবলীর পরিচালক এস এস রাজা মৌলির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছে ভারতের হায়দারাবাদের একটি সম্প্রদায়ের সদস্যরা। সেই সম্প্রদায়ের অভিযোগ, ‘বাহুবলী টু’ সিনেমায় একটি সংলাপে তাদের সম্প্রদায়কে হেয় করা হয়েছে।

কাতিকা পোরাটা সমিতির সদস্যরা বানজারা হিল থানায় এই অভিযোগ করেন।

ছবিতে একটি দৃশ্যে কাটাপ্পার সংলাপ ছিল, ‘কাতিকা চিকাতি’। আর এই দৃশ্যে ঐ সম্প্রদায়কে যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে ক্ষুব্ধ হয়েছেন তারা। কাতিকা সম্প্রদায়ের সদস্যরা মাংস কাটা ও কেনাবেচার কাজ করে।

ঐ সম্প্রদায়ের একজন প্রতিনিধি বলেন, ‘আমরা যারা এই সম্প্রদায়ের মানুষ, তাঁরা খাসি, ভেড়া ও মুরগির মাংস বিক্রি করি। সাধারণ মানুষকে স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করাই আমাদের কাজ। আমরা সমাজবিরুদ্ধ কোনো কাজ করি না। কিন্তু ছবিটিতে আমাদের সেভাবেই দেখানোর চেষ্টা করা হয়েছে।’ শুধু তাই নয় এইভাবে উপস্থাপনের দরুণ কাতিকা সম্প্রদায়ের শিশুরা নানা ধরনের বিরম্বনার শিকার হতে পারে বলে তারা মনে করেন।

তাই গ্রুপটি সেন্সরবোর্ডের কাছে অনুরোধ করেছে যেন দৃশ্যটিকে বাহুবলী-২ সিনেমা থেকে বাদ দেয়ার নির্দেশ দেয়া হয়। অবশ্য এই অভিযোগের ভিত্তিতে এখনো কোন মামলা লিপিবদ্ধ হয়নি।

‘বাহুবলী-দ্যা কনক্লুশন’ সিনেমা মুক্তির পর ইতোমধ্যেই বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপি আয় করে নিয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G