বাহুবলে বাস-ট্রাক-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষে, ২ প্রবাসী নিহত
প্রতিক্ষণ ডেস্কঃ
হবিগঞ্জের বাহুবল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ দুই কাতার প্রবাসী নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ শনিবার ভোরে উপজেলার হাফিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার লালারচক গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আবুল কালাম পাখি (৪০) ও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের গোলাই উল্লার মেয়ে আইরিন বেগম (৩৫)। তারা দুজনই কাতার প্রবাসী।
থানা সূত্রে জানা যায়- দুবাই, ওমান, সৌদি আরব ও কাতার থেকে কয়েকজন প্রবাসী শুক্রবার রাত ৮টার দিকে ঢাকায় আসেন। রাতেই শ্যামলী পরিবহনের একটি বাসে তারা সিলেটের উদ্দেশে রওয়ানা দেন।
ভোর ৫টার দিকে হাফিজপুর পৌঁছলে ঢাকামুখী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এসময় একটি প্রাইভেটকারও এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই প্রবাসী নিহত হন।
প্রতিক্ষণ/এডি/অারএম