বাড়ছে ভ্রমণ পিয়াসীর ভীড়
প্রতিক্ষণ ডেস্ক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের আশপাশে গড়ে উঠেছে পর্যটন রিসোর্ট। এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, শহরের কাছাকাছি হওয়ায় এই রিসোর্টগুলোতে ভ্রমণ পিয়াসীর সংখ্যা প্রতিবছরই বাড়ছে। আর ২০১৬ সালের পর্যটন বর্ষ মাথায় রেখে অভ্যন্তরীণ পর্যটন খাতকে গতিশীল করতে সব রকম সুযোগ সুবিধা দিতে প্রস্তুত পর্যটন করপোরেশন।
তিলোত্তমা রাজধানী ঢাকা শহুরের বাস্তবতায় মানুষ হয়ে ওঠে যন্ত্রমানব। ঘড়ির কাঁটায় সূর্য ওঠে সূর্য ডোবে তবে, জীবন চলে না। শত ব্যস্ততায় দিন আর রাতের তফাৎ মিলেমিশে একাকার। তবু, হাঁপিয়ে উঠা জীবনে একটু ফুরসত পেলে মন ছুঁতে চায় প্রকৃতিকে। কিন্তু কাজের ফাঁকে ছুটির সময় যে বড় কম।
এমন বাস্তবতা মাথায় রেখে পাখা মেলা প্রকৃতির কাছে থেকে একটু আয়েশী ভ্রমণের জন্য শহরের কাছাকাছি অন্তত ১ দিনের জন্য হলেও পরিবার পরিজন নিয়ে দলবেঁধে ঘুরতে বেড়িয়ে পরেন অনেকে। এক একটি রিসোর্ট যেন সব সুবিধায় সাজানো গ্রাম।
বিভিন্ন প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানের জন্য অনেক কোম্পানিও বেছে নেন এসব স্থান। বেসরকারিভাবে গড়ে ওঠা ভ্রমণ স্পট ও রিসোর্টগুলো হয়ে উঠছে অভ্যন্তরীণ পর্যটনের বড় অবলম্বন। তাই পরিকল্পিতভাবে এই সুযোগ কাজে লাগাতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস পর্যটন করপোরেশনের।
পর্যটন করপোরেশনের হিসেবে প্রতিবছর ৮ মিলিয়ন স্থানীয় পর্যটক বিভিন্ন স্থানে ভ্রমণ করেন।
প্র্রতিক্ষণ/এডি/বিএ