বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯ মার্চ) মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১১১ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৮ হাজার ৬১২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১১ হাজার ৭০৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৩২ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম।
প্রতিক্ষণ/এডি/হাসান