বিএনপিকে নির্বাচনে চায়না ইনু

প্রকাশঃ জুন ১১, ২০১৫ সময়ঃ ৩:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

1428752302হরতাল অবরোধের নামে আগুন যুদ্ধে জড়িয়ে বিএনপি গনতন্ত্রের সদস্যপদ হারিয়েছে, তাই এই দলকে ২০১৯ সালের নির্বাচনে দেখতে চাই না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাসদ আয়োজিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকনকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 ইনু বলেন, ‘আগুন যুদ্ধে লিপ্ত খালেদা জিয়াকে আর ছাড় দেয়া হবে না। তার (খালেদার) স্থান একমাত্র কারাগার। এসময় মেয়র সাঈদ খোকনকে ঢাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার পরামর্শ দেন তথ্যমন্ত্রী।

সাঈদ খোকন বলেন, ‘রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে না বরং কমবে। এজন্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়েছে।

তিনি বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে ঢাকা দক্ষিণের জনগুরুত্বপূর্ণ স্থান, রেল স্টেশন, লঞ্চঘাট, সোহরাওয়ার্দী উদ্যান ও বিভিন্ন পার্ক বিনামূল্যে ওয়াইফাই জোনের আওতায় আনা হবে।

জাসদ নেতা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য শিরিন আখতার ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G