বিএনপির অত্যাচারে গরীব মানুষ মরছে
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘বিএনপির হরতাল-অবরোধ দেশের গরীব মানুষকে আঘাত করছে। তাদের নৈরাজ্যে দেশের খেটে খাওয়া মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’
শুক্রবার রাজধানীর শান্তিবাগে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের এ অচল অবস্থা চলতে পারে না। গরীব মানুষের জীবন-জীবিকা জিম্মি রেখে রাজনীতির নামে অপতৎপরতা প্রতিহত করতে হবে।’
মেনন দেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, ‘দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান সন্তোষজনক মাত্রায় অগ্রগতি হয়েছে। দেশের দারিদ্রের হার হ্রাস পেয়েছে। দরিদ্র পরিবারের সন্তানদের মধ্যে লেখাপড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাস পাচ্ছে।’
সম্প্রতি সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সৌদি আরব যেতে এখন আর কোনো টাকা-পয়সার প্রয়োজন হবে না। সরকারের সফল প্রচেষ্টার কারণে হত দরিদ্র পরিবারের সন্তানরাও বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছেন।’
স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার শেখ সেকান্দর আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/রাজন