বিএনপির অথর্ব ম্যানেজার ফখরুল : হানিফ

প্রকাশঃ এপ্রিল ২১, ২০১৭ সময়ঃ ১:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৫ অপরাহ্ণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির ‘অথর্ব ম্যানেজার’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। একই সঙ্গে তিনি বিএনপিকে ‘মানসিকভাবে প্রতিবন্ধী ও বিকারগ্রস্ত রাজনৈতিক দল’ হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হানিফ এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব ফখরুলের সাম্প্রতিক কিছু মন্তব্যের জবাবে হানিফ বলেন, ‘বিএনপির এই নেতা বিভিন্ন সময়ে অসংলগ্ন, অসংগতিপূর্ণ কথাবার্তা বলে বিএনপিকে জনগণের কাছে মানসিকভাবে প্রতিবন্ধী ও বিকারগ্রস্ত রাজনৈতিক দল হিসেবে পরিচিতি করেছেন।’ তিনি আরো বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে। সেই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক, এটা আমাদের প্রত্যাশা। বিএনপি যদি মনে করে যে এই নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় তারা পরীক্ষা করতে চায়, তারা অবশ্যই নির্বাচনে অংশ নিতে পারে। তাদের গণতান্ত্রিক অধিকার আছে নির্বাচনে অংশ নেওয়ার। তাদের গণতান্ত্রিক অধিকারও আছে নির্বাচনে অংশ না নেওয়ার। এটা তাদের সিদ্ধান্তের বিষয়।’

‘আমরা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রঘোনার দুর্গত অঞ্চল ঘুরে এসেছি। সেখানে পাহাড়ি ঢলে প্রায় ৮০ ভাগ ফসল নষ্ট হয়ে গেছে। আমরা দুর্গত এলাকায় সব রকম সহযোগিতা অব্যাহত রেখেছি। পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া চলছে। আগামী সাত দিন যাতে হাওর অঞ্চলে মাছ ধরা না হয়, হাওর অঞ্চলের মানুষকে সেই আহ্বান জানিয়েছি’, বলেন আওয়ামী লীগের এই নেতা।

মানুষের স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত সহায়তা অব্যাহত রাখা হবে জানিয়ে হানিফ বলেন, ‘দুর্গত এলাকায় বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছি আপাতত ঋণের কিস্তি না নিতে। দুর্গত এলাকা ঘুরে আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা সরকারের উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

দুর্গত মানুষকে নিয়ে বিএনপির রাজনীতির সমালোচনা করে এই নেতা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে বিএনপি অব্যাহতভাবে মিথ্যাচার করে যাচ্ছে। পানিবন্দি হাওর এলাকায় তারা সহায়তার বদলে দুর্গত মানুষকে নিয়ে রাজনীতি করছে। এটা দুর্ভাগ্যজনক, লজ্জাকর।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘হাওর অঞ্চলে নির্মাণাধীন বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। নির্মাণাধীন ঐ বাঁধ নির্মাণে দুর্নীতি হয়েছে বলে আমরা শুনেছি। বিষয়টি তদন্ত চলছে।’ ঐ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে জানিয়ে হানিফ আরো বলেন, ‘অনিয়মের সঙ্গে কেউ জড়িত থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাড় দেওয়া হবে না।’

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলী, ডা. রোকেয়া সুলতানা, আফজাল হোসেন, এসএম কামাল প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G