বিএনপির আচরণ নিষিদ্ধ সংগঠনের মত

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ১:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

press_bg_415878045বিএনপি নিষিদ্ধ সংগঠনের মত আচরণ করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন অভিযোগ করেন।

তিনি বলেন, আল জাওয়াহিরিসহ পৃথিবীর বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের মত বিএনপি গোপন জায়গা থেকে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে  হরতাল, অবরোধ ডাকে। জনগণ তাদের আহ্বানে সাড়া না দেওয়ায় সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমা মেরে তাদেরকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে।

হাছান মাহমুদ বলেন, প্রতিদিন পেট্রোল বোমায় মানুষ হত্যা করেও বিএনপি কয়েকদিন ধরে বলছে তারা এসবের সঙ্গে যুক্ত নয়। অথচ পেট্রোল বোমা মারার সময় যারা ধরা পড়ছে তারা স্বীকার করেছে বিএনপি নেতাদের অর্থের প্রলোভনেই
তারা এসব কাজ করে চলেছে।তিনি সংলাপের আহ্বানকারী সমাজের বিশিষ্ট জনদের উদ্দেশে বলেন, দয়া করে সংলাপের কথা বলে পেট্রোলবোমা হামলাকারীদের,মানুষ হত্যাকারীদের উৎসাহিত করবেন না।  এই নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানান। জনগণ যে তাদের প্রতিবাদ করছে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করুন।

তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী ডাকাতদের চেয়েও ভয়াবহ। ডাকাতরা ডাকাতি করে চলে যায়, প্রাণ নেয় না। কিন্তু বিএনপি মানুষকে পুড়িয়ে তাদের প্রাণ নিচ্ছে।তিনি আরও বলেন, কয়েকশ‘ সন্ত্রাসীর হাতে পেট্রোল বোমা তুলে দিলে আন্দোলন হয় না। এই হামলাকারীরা যদি ভাবে এতে সরকার পতন হবে তাহলে তারা ভুল করছে।
বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছে বলেও তিনি মানববন্ধনে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।

 

প্রতিক্ষণ/এডি/সুমি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G