বিএনপির আন্দোলনে ভেসে যাবে সরকার: শওকত
আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:
বিএনপির এবারের আন্দোলনে ভেসে যাবে আওয়ামীলীগ সরকার। অবৈধ সরকার হটাও আন্দোলনে পালানোর রাস্তা খুঁজে পাবেনা শেখ হাসিনা। জোর করে ক্ষমতায় এসে জুলুম-নির্যাতন করে কেউ চিরস্থায়ী ভাবে ক্ষমতায় থাককে পারেনি; আওয়ামীলীগও পারবে না।
আজ রোববার খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাসী আর আওয়ামীলীগ জুলুম-নির্যাতন আর ক্ষমতা দখলে বিশ্বাসী। বিএনপি এলে সংবাদপত্রের স্বাধীনতা দেয় আর আওয়ামীলীগ এলে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করে। শুধু তাই নয়, এ সরকারের হাতে মায়ের পেটের সন্তানও নিরাপদ নয়।
খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্মসম্পাদক এডভোকেট মালেক মিন্টুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক কাদের গণী চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জনাব হারুনুর রশিদ হারুন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাক্ষ্মনপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন সরকার, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা কৃষক দলের সভাপতি গফুর আহমেদ তালুকদার, জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ বেগম রোজী প্রমুখ।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টার, মংসাথোইয় চৌধুরী, অ্যাড. মন্জুর মোরশেদ, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্মসম্পাদক আয়ুব খান, অনিমেষ চাকমা রিংকু, এম এন আবছার, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, আবু তালেবসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ/এডি/সাই