বিএনপির দুই হাজার নেতাকর্মী গ্রেফতার

প্রকাশঃ জুন ১৩, ২০১৬ সময়ঃ ৫:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

259b343432a96fde8a75213b8f390c6e-rizvi

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গত শুক্রবার (১০ জুন) থেকে দেশব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযানে বিএনপির দুই হাজার ১০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ দাবি করেন।

রিজভী বলেন, ‘গত কয়েক দিনের সাঁড়াশি অভিযানে সারাদেশে সাত হাজারের মতো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিএনপির দুই হাজার ১০০ নেতাকর্মী রয়েছে।

তিনি বলেন, ‘সরকার এখন পর্যন্ত কোনো জঙ্গিকে চিহ্নিত করতে পারেনি। অথচ রমজান মাসে সারাদেশে অনেক সাধারণ মানুষকে গ্রেফতার করছে।’
তিনি অভিযোগ করেন, সারাদেশে অব্যাহত গুপ্তহত্যা বন্ধ করতে পুলিশ এই অভিযানের নামে গ্রেফতার-বাণিজ্যে লিপ্ত হয়েছে। সরকার চলমান গুপ্তহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে সাধারণ মানুষের মনে ভয়-ভীতি সৃষ্টি ও বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন দমন করতে এই অভিযান পরিচালনা করছে।

সংবাদ সম্মেলনে রিজভী সারাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান ও সাম্প্রতিক হত্যাকাণ্ড ও সরকারের নানা বক্তব্য নিয়ে কথা বলেন।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G