বিএনপি-গণতন্ত্র মঞ্চ বৈঠক অনুষ্ঠিত

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০২২ সময়ঃ ৫:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৯ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদন

বিএনপি তত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নতুন জোট গঠনের চেষ্টা করছে। নতুন এই জোট ঘটনে আজ বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপে বসে ছিল।

আজ মঙ্গলবার শুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ শুরু হয় সকাল ১১টায়। বিএনপির পক্ষথেকে প্রতিনিধিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু বৈঠকে উপস্থিত ছিলেন।

গণতন্ত্র মঞ্চ ও ৭ দল নিয়ে গঠিত এই রাজনৈতিক জোট গণতন্ত্র ফেরাতে আন্দোলনে যোগ দিতে বৈঠকে প্রতিনিধিত্ব করেন সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদ আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবু, গণ অধিকার পরিষদের ফারুক হাসান, রাস্ট্র সংঙ্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক কাইয়ুম বৈঠকে অংশ নেন।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G