বিএনপি গ্রেফতারি পরোয়ানা ভয় পায় না: ডা. জাহিদ
বরিশাল প্রতিনিধি
‘এখন আর বিএনপি সহ দেশব্যাপি মানুষ এই অবৈধ সরকারের হামলা-মামলা ও গ্রেফতারি পরোয়ানায় ভয় পায় না’- কথা গুলো আজ বিএনপি নির্বাহী কমিটির ভাইসচেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় গণ সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক ডাঃ কে এম জেড জাহিদ হাসান। ১/১১ সরকার থেকে শুরু করে বর্তমান সরকার জিয়া পরিবারকে বহু ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেও কিছুই করতে পারে নাই।
এখন ওদের মনে ভয় ঢুকে গেছে বলেই পথে-ঘাটে গণ মানুষের আসার পথে হামলা ও বিএনপি নেতা কর্মীদের আহত করার মাধ্যমে প্রতিরোধ করার চেষ্টা করছে। তিনি আরো বলেন, আমরা ওদের পাতা ফাঁদে পা দেব না। আমরা সকল প্রতিবন্ধকতা অতিক্রম করেই বরিশালের গণসমাবেশ জন সমুদ্রে পরিনত করব ইনশাল্লাহ।
আমাদের এই আন্দোলন দেশের মানুষের মুক্তির আন্দোলন। দেশব্যাপি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি ও মানুষ হত্যা করা সহ দেশের মানুষের মুক্তির আন্দোলন বলেন ভাইসচেয়ারম্যান বরিশালে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক ডাঃ কে এম জেড জাহিদ হাসান।
জেলা ও মহানগার বিএনপি দলীয় কার্যলয়ের সামনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডাঃ যোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারী করার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এখথা বলেন।
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক মহানগর জেলা স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে ও মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জুর সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশালের গণ সমাবেশ প্রচার-প্রচারনা কমিটির আহবায়ক এবায়েদুল হক চাঁন, কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রাজিব আহসান, বরিশাল বিভাগীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ। পরে গণসমাবেশের বিভিন্ন কার্যক্রম থাকায় মিছিল কর্মসূচি বাতিল করেন তারা।
সূত্র : বরিশাল নিউজ