বিএনপি নেতাকে দিয়ে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন
নিজের নির্বাচনী এলাকা কুমিল্লা-১১ এর জোড্ডা ইউনিয়নে বিএনপি নেতা শরিফুল ইসলামের হাত দিয়ে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শুক্রবার (০৩ জুলাই) মুস্তফা কামালের নির্বাচনী এলাকা কুমিল্লা-১১ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ) এর আদ্রা, বক্সগঞ্জ, মোকরা, দৌলখাঁড় ও পেরিয়া ইউনিয়নের ২০ গ্রামে প্রায় তিন হাজার ১শ’ ৮৩ জন গ্রামীণ গ্রাহকের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়।
বিদ্যুৎ সংযোগ দেওয়াকে কেন্দ্র করে আয়োজিত জনসভায় মন্ত্রী বলেন, আপনাদের মধ্যে বিএনপি’র কোনো নেতা আছেন!
এর পরই জনসভার মধ্য থেকে হাত তোলেন বিএনপি নেতা শরিফুল ইসলাম। এরপর তাকে দিয়ে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করান মন্ত্রী।
এসময় মধ্যম আয়ের দেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা নির্ধারিত সময়ের আগেই মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছি। এর সুফল পেতে হলে রাজনৈতিক পরিবর্তন দরকার। আগে যেভাবে হানাহানি ও মারামারি হয়েছে, এসব থেকে সবাইকে দূরে থাকতে হবে। সবাইকে পরিকল্পিত রাজনীতি করতে হবে। দেশে আর হানাহানির রাজনীতি করা যাবে না।
মন্ত্রী বলেন, আজ থেকে ছাত্রলীগ, যুবলীগ, যুবদল ও ছাত্রদল সবাই একজোট হয়ে এলাকা থেকে নিরক্ষতা দূর করবো।
জোড্ডা ইউনিয়নের বাসিন্দা মাইনুদ্দিন (৩২)। এলাকায় বিদ্যুৎ সংযোগ পাওয়া প্রসঙ্গে বলেন, ‘আগে বাত্তি (কুপি) জ্বালাইতাম। এনো (এখন) বিদ্যুৎ পাইছি ভালা লাগে’।
কুমিল্লার নাঙ্গলকোটবাসী দীর্ঘদিন ছিল বিদ্যুৎ বঞ্চিত। প্রত্যন্ত ছয়টি ইউনিয়নের প্রায় ৪৯ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
এর মধ্যে, আদ্রায় এক হাজার ৫৮ জন, জোড্ডায় ৫শ’ ৭৮ জন, মোকরায় ২শ’ ৩৯ জন, বক্সগঞ্জে ১শ’ ৩৫ জন, দৌলখাঁড় ৭শ’ ৫৬ জন ও পেরিয়ায় ৪শ’ ১৬ জনকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
মোকরায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় পরিকল্পনা মন্ত্রী বলেন, শুধু আমার এলাকা নয়, দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। আমার নির্বাচনী এলাকায় আগামী ছয় মাসের মধ্যে সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে যাবে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ সংযোগ নিয়ে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
জনসভায় জোড্ডার প্রায় দুইশোজন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মন্ত্রীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
প্রতিক্ষণ/এডি/ফাহিম