কারাবন্দী বিএনপি নেতা পিন্টু আর নেই
হৃদরোগে আক্রান্ত হয়ে বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা নাসিরুদ্দিন আহমেদ পিন্টু মারা গেছেন। (ইন্নালিল্লাহে………রাজেউন)।
রোববার সকালে বুকে ব্যাথা অনুভব করলে তাকে কারাগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টা ২০ মিনিটে মারা যান তিনি।
রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিআইজি (প্রিজন) বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডি ব্লকে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন।
তার তিনটি ব্লক ধরা পড়েছিল। এছাড়া উচ্চ রক্তচাপসহ বেশ কয়েকটি জটিল রোগে আক্রান্ত ছিলেন পিন্টু।
উল্লেখ্য, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক এই সভাপতি সর্বশেষ রাজশাহীতে কারাবন্দি ছিলেন।
এছাড়া, কারাগারে থেকেই গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের জন্য মনোনয়ন পত্র কিনেছিলেন তিনি। পরে অবশ্য যাচাই বাছাই করে নির্বাচন কমিশন তা বাতিল ঘোষণা করেন।
প্রতিক্ষণ/এডি/আরিফ