বিএনপি প্রার্থী মিন্টু ও পিন্টুর মনোনয়নপত্র বাতিল
নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুসহ দুই মেয়র প্রার্থীর এবং দক্ষিণে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়নপত্র বাতিল হওয়া অন্য মেয়র প্রার্থী হচ্ছেন নাঈম হাসান। বুধবার মনোনয়নপত্র বাছাইকালে এ দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মিন্টুর সমর্থনকারী আব্দুর রাজ্জাক ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়।
অন্যদিকে ভুল তথ্য প্রদান ও তথ্য প্রদানে অনিয়মের কারণে পিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশনে এ বিষয়ে আবেদন করতে পারবে।
এদিকে মেয়র পদে জমা হওয়া মনোয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সকাল ১১টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব নাম ঘোষণা করা হয়।
ঘোষিত বৈধ মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাহা উদ্দিন আহমেদ, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাফি, এরশাদের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজ, জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী এবং মিন্টুর ছেলে তাবিথ আওয়াল।
প্রতিক্ষণ/এডি/তপু