বিএসএফের গুলিতে ৫ বাংলাদেশি আহত

প্রকাশঃ অক্টোবর ৯, ২০১৫ সময়ঃ ৮:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৭ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

bsfলালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এলোপাতাড়ি গুলিবর্ষণে নারীসহ পাঁচ বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে বিজিবিকে সঙ্গে নিয়ে বিএসএফকে ধাওয়া করলে তারা পিছু হটে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

গুলিবিদ্ধরা হলেন- উপজেলার চওড়াটারী গ্রামের কাশেম মিয়ার ছেলে রহিম (৩৩), আনছার আলীর ছেলে সাজু (৪৩), গফুর মিয়ার ছেলে সুলতান(৩৪), আনোয়ারুল ইসলামের ছেলে সুমন (৪১) ও ইসমাইলের স্ত্রী রাবেয়া।

বিজিবি জানায়, দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের কয়েক ব্যক্তির গরু ভারতীয় কাটাতারের বেড়া সংলগ্ন জমিতে যায়। এ সময় গরু আনতে গেলে ভারতের ২১ বিএসএফের বারথার বাড়ি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি করতে থাকে। বিএসএফের গুলিতে রহিম, সাজু, সুলতান, সুমন ও রাবেয়া নামে এক নারী গুলিবিদ্ধ হন।

খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে বিজিবিকে সঙ্গে নিয়ে বিএসএফকে ধাওয়া করলে তারা পিছু হটে। পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সালেকুজ্জামান প্রামাণিক জানান, ভারতীয় কাটাতারের পাশে বাংলাদেশের জমিতে কাজ করতে কিংবা গরু ছাগল বেঁধে রাখলে বিনা কারণে বিএসএফ হয়রানি করে। শুধু তাই নয় গুলি করতেও তারা দ্বিধাবোধ করে না। কোনো প্রকার কারণ ছাড়াই বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে।

লালমনিরহাট ১৫ বিজিবি ক্যাম্পের পরিচালক লে. কর্নেল বজলুর রহমান হায়াতি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G