বিকালের নাস্তায় ফ্রেঞ্চ কাটলেট

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৬ সময়ঃ ৪:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

file (6)বিকাল হলে আমাদের সবারই হালকা ক্ষিদে পায়। এই হালকা ক্ষিদে মেটানোর জন্য হালকা কিছু খাবার হলে মন্দ হয় না। আর সে খাবার যদি হয় সুস্বাদু, মুখরোচক তাহলে তো কথাই নেই। এমনি একটি খাবার ফ্রেঞ্চ কাটলেট।

নিয়ে নিন মুখরোচক ফ্রেঞ্চ কাটলেট বানানোর রেসিপি।

উপকরণ :
১। গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম
২। জায়ফল-জয়ত্রি
৩। শাহী জিরা বাটা ১ টেবিল চামচ
৪। লবণ পরিমাণমতো
৫। জিরা বাটা ১ চা চামচ
৬। চিনি ১ চা চামচ
৭। আদা বাটা ১ চা চামচ
৮। রসুন বাটা ১ চা চামচ
৯। পেঁয়াজ কুচি আধা কাপ
১০। কাঁচামরিচ বাটা আধা চা চামচ
১১। গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
১২। পানি পরিমাণমতো
১৩। পাউরুটি স্লাইস ৩-৪টি
১৪। দুধ ৫০০ গ্রাম
১৫। ডিম ৩-৪টি
১৬। বিস্কুটের গুঁড়া ১ কাপ
১৭। তেল ২ কাপ
১৮।এলাচ ও দারুচিনি ৩-৪টি

প্রস্তুতপ্রণালি :
কিমা তৈরি – মাংসের কিমা ভালো করে ধুয়ে প্রেসারকুকারে চুলায় দিয়ে তাতে কিমা, লবণ, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি, দারুচিনি ও এলাচ, গোলমরিচ গুঁড়াসহ সব মসলা বাটা, চিনি, পানি ও তেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর নামিয়ে ঠাণ্ডা করে মিহি করে কেটে নিতে হবে।

কাটলেট তৈরি – একটি পাত্রে ঘন করে ফুটানো দুধ নিয়ে পাউরুটির চারপাশ কেটে দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ১০-১৫ মিনিট। দুধ ও পাউরুটি যেন মিশে যায়। তারপর ভালোভাবে মেখে মাংসের কিমাগুলো ওই মিশ্রণ করা পাউরুটির মধ্যে আবার ভালোভাবে মেখে কাটলেট বানিয়ে ডিমের সাদা অংশের মধ্যে ডুবিয়ে আবার টোস্টের গুঁড়ার সঙ্গে মিশিয়ে ডুবোতেলে লালচে করে ভেজে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করতে হবে।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

===

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G