বিক্রয় নিয়ে এল চ্যাট ফিচার
ক্রেতা-বিক্রেতাদের মধ্যে নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে বাংলাদেশের অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডট কম চ্যাট ফিচার নিয়ে এসেছে। ক্রেতার সাথে বিক্রেতার যথা সময়ে যোগাযোগ করার সুবিধার্থে এ সেবা চালু করা হয়েছে।
নতুন চ্যাট ফিচারের মাধ্যমে ক্রেতারা নির্দিষ্ট বিক্রেতাদের যেকোনো প্রশ্ন করতে পারবেন অথবা ফোন নম্বরের নিচে চ্যাট চিহ্নিত সিম্বল-এ ক্লিক করে সহজেই পণ্যের মূল্য নিয়ে আলোচনা করতে পারবেন। এছাড়াও যেকোনো অ্যাড-এর বাই নাও বাটনে ক্লিক করেও ক্রেতাদের সাথে সংযুক্ত থাকতে পারবেন। নতুন চ্যাট ফিচারটি ডেস্কটপ, মোবাইল ও বিক্রয় অ্যাপ-এ পাওয়া যাবে এবং নতুন কোন চ্যাট মেসেজ এলেই ব্যবহারকারীরা সেটা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। ব্যবহারকারী অফলাইনে থাকলে মেসেজ সেভ থাকবে এবং অনলাইনে আসা মাত্রই তিনি সেটা দেখতে পারবেন।
বিক্রয়ের মার্কেটিং ডিরেক্টর মিশা আলী বলেন, ‘নতুন ফিচারটি ক্রেতা-বিক্রেতাদের মাঝে নিয়ে আসতে পেরে আমরা ভীষণ আনন্দিত। আশা করছি এর মাধ্যমে ক্রেতা-বিক্রেতারা স্বচ্ছ ও নিরাপদ অনলাইন শপিং করতে পারবেন।’
প্রতিক্ষণ/এডি/সাই