বিক্ষোভের ডাক হেফাজতের

প্রকাশঃ জুলাই ১, ২০১৫ সময়ঃ ১২:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

Hafajotআগামী বৃহস্পতিবারের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করলে শুক্রবার বাদ জুম’আ বিক্ষোভ মিছিল করবে হেফাজতে ইসলাম।

বুধবার রাজধানীর জামি’য়া আরাবিয়া বারিধারা মাদরাসায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী।

নূর হোসাইন কাসেমী বলেন, লতিফ সিদ্দিকী একজন স্বঘোষিত নাস্তিক-মুরতাদ। পবিত্র হজ, মুহাম্মদ (সা.) এবং তবলিগ জামাত নিয়ে কটূক্তি করে কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত দিয়ে তিনি ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তার মতো স্বঘোষিত নাস্তিককে সরকার এই পবিত্র রমজান মাসে কীভাবে জামিনে মুক্তি দিল এটাই প্রশ্ন।

ঢাকার হেফাজতের প্রধান আরও বলেন, ইতোমধ্যে আমাদের আমীর আল্লামা আহমদ শফী ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবারের মধ্যে মুরতাদ লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে বিচারের আওতায় না আনলে শুক্রবার বাদ জুমা সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে শুক্রবার বায়তুল মোকাররমের উত্তরগেটে এবং ঢাকার বিভিন্ন জোনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

দাবি না মানা হলে পরবর্তীতে আল্লামা শফী আলেম উলামাদের সঙ্গে পরামর্শ করে কঠোর কর্মসূচি দেবেন বলেও জানান মাওলানা কাসেমী।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G