বিচারিক ক্ষমতা পাচ্ছেন ডিসিরা
নিজস্ব প্রতিবেদক:
হরতাল অবরোধে নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনায় ব্যাপক ক্ষমতা দেয়া হচ্ছে জেলা প্রশাসকদের। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার না করলেও সাক্ষ্য নিয়ে এবং পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনা করে ভ্রাম্যমাণ আদালত শাস্তি দিতে পারবেন।
জাতীয় সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘মোবাইল কোর্ট (সংশোধন) আইন-২০১৫’ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিসভা বৈঠকের বিষয়ে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মোবাইল কোর্ট আইন ২০০৯ সালে প্রণয়ন করা হয়। এ আইন অনুযায়ী বিচারযোগ্য ব্যক্তি দোষ স্বীকার করলে মোবাইল কোর্টে শাস্তি দেওয়া যায়। দোষ স্বীকার না করলে শাস্তি দেওয়া যায় না।’
বিদ্যমান মোবাইল কোর্ট আইন আরো শক্তিশালী ও যুগোপযোগী করতে কিছু সংশোধনী আনা হয়েছে। অপরাধ করেও অনেকে স্বীকার না করায় দণ্ড দেয়া যায় না। প্রস্তাবিত সংশোধনীতে চাক্ষুষ সাক্ষী ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে দন্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। পাশাপাশি তথ্য-প্রমাণ হিসেবে ছবি, অডিও-ভিডিও ক্লিপ আমলে নিতে পারবেন মেজিস্ট্রেটরা।
প্রতিক্ষণ/এডি/নূর