বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৬ সময়ঃ ২:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bdrবিচার বিভাগীয় তদন্ত করে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের বিচার করার দাবি জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে বিডিয়ার বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির শীর্ষ নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রাক্তন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, বিডিয়ার বিদ্রোহের প্রকৃত রহস্য এখনো উম্মেচিত হয়নি। বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের বিচার করতে হবে।

তিনি বলেন, সাত বছর আগে এই দিনে বিডিয়ার বিদ্রোহে ৫৭ জন সেনাবাহিনীর চৌকস কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। ঐ হত্যাকাণ্ডে সেনাবাহিনী ও দেশের অনেক ক্ষতি হয়েছে। দীর্ঘ সময় ধরে বিচার চলছে। আবার বিচারের নামে প্রহসনও চলছে। এজন্য প্রকৃত হত্যাকারী ও ষড়যন্ত্রকারীরা আড়ালে থেকে গেছে। তদন্তে কী ছিল তা তাদের পরিবার বা আমরা কেউ জানি না। বাংলাদেশসহ বিশ্ববাসী জানতে চায়, কারা এর সঙ্গে জড়িত ছিল। যারা জড়িত ছিল তাদের ‘শ্বেতপত্র’ প্রকাশ করতে হবে। যেসব গডফাদারেরা এখনো লুকিয়ে আছে তাদের বিচার করতে হবে। এছাড়া ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণারও দাবি জানাচ্ছি আমরা।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এই হত্যার মূল রহস্য এখনো উৎঘাটিত হয়নি। সেনা বাহিনীর মাধ্যমে তদন্ত করে জড়িতদের নাম জাতীয় পত্রিকায় দেওয়ার দাবি করছি। এই হত্যাকাণ্ডের একটি বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। এই হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল, সেই তথ্য যাতে বের হয়ে আসে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য একটি বিচার বিভাগীয় তদন্ত করা সরকারের আশু কর্তব্য।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G