বিজিবি মহাপরিচালকের বক্তব্যে বিএনপির নিন্দা

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৬:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৯ অপরাহ্ণ

BNP_logo_banglanews24_961001467নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

বিজিবির মহাপরিচালক রাজনৈতিক আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে গুলি চালাবার নির্দেশ দিয়েছেন অভিযোগ তুলে উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটি।

আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

দলটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘এমন নির্দেশ সম্পূর্ণ এখতিয়ার-বহির্ভূত ও আইন-পরিপন্থি।’

বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের এ বিবৃতিতে আরও বলা হয়, ‘আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীর অতি উৎসাহী কতিপয় কর্মকর্তা বেআইনি নির্দেশ এবং রাজনৈতিক পক্ষপাতমূলক বক্তব্য প্রকাশ্যে দিতে শুরু করেছেন। এতে পরিস্থিতির আরও অবনতি ঘটছে। আমরা রাষ্ট্রীয় বাহিনীসমূহকে আইনসম্মত নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানাই’।

রাষ্ট্রীয় বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয় বিবৃতিতে।

উল্লেখ্য, বৃহস্পতিবার পিলখানায় বিজিবি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, জানমালের নিরাপত্তায় বিজিবি সদস্যরা অবশ্যই অস্ত্র ব্যবহার করবেন। কেউ পেট্রোল বোমা ব্যবহারের চেষ্টা করলে বিজিবি সদস্যরা বসে থাকবেন না। জানমালের নিরাপত্তায় তারা তখন অবশ্যই অস্ত্র ব্যবহার করবেন।

প্রতিক্ষণ/এডি/টিপু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G