বিজিবি সদস্য অপহরণে আমরা লজ্জিত
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) নায়েক রাজ্জাকের লুঙ্গি পরিহিত রক্তাক্ত ও হাতকড়া অবস্থায় ছবি মিয়ানমারের পত্রিকায় ছাপা হওয়ায় আমরা লজ্জিত।
শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
ভবিষ্যতে বাংলাদেশের সীমান্তরক্ষাকারী বাহিনীর কোন সদস্যকে যেনো অপমানজনকভাবে তুলে নিয়ে যেতে না পারে সেজন্য বিজিবিকে পেশাগত ও বাহিনীগতভাবে সক্ষমতা অর্জন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, বিরোধীদলের আন্দোলনের সময় বিজিবির মহাপরিচালক আব্দুল আজিজ বলেছিল, অস্ত্র থাকে কেন? এটা ব্যবহার করার জন্য। আমরাও বিশ্বাস করি, অস্ত্র ব্যবহার করতে হয় আইনগতভাবে। কিন্তু অস্ত্র হাতে থাকার পরও বিজিবি সদস্যরা অপহৃত হয়। এটা যাতে ভবিষ্যতে না হয় সেজন্য বিজিবিকে পেশাগতভাবে আরও সক্ষমতা অর্জন করতে হবে।
ভবিষ্যতে যাতে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির এমন অপমানজনক অবস্থা তৈরি না হয় সেজন্য মিয়ানমারের রাষ্ট্রদূতকে কড়া সতর্ক করার দাবিও জানান তিনি। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে বজায় থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে।
প্রতিক্ষণ/এডি/নূর