বিজেপিতে সৌরভ !
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। এর আগে সৌরভ সরাসরি জানিয়েছিলেন, রাজনীতির ময়দানে আসবেন না তিনি। কিন্তু এবার তা হয়নি। বরং কৌশলে বিষয়টি এড়িয়ে গেছেন তিনি।
বলেন, ‘অপেক্ষা করুন, সময়মতো সব জানতে পারবেন’।
সৌরভের এই মন্তব্য প্রাসঙ্গিক বলেই মনে করা হচ্ছে । কারণ এবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। প্রাক্তন এই ক্রিকেটার নিজেই মোদির সঙ্গে সাক্ষাতের কথা মেনে নিয়েছেন। আর তাতে জল্পনা আরও বেড়ে গেছে।
যদিও সৌরভ বলেছেন, ‘স্বচ্ছ ভারত অভিযান নিয়ে কথা বলতে যাবো। কবে যাবো এখনও ঠিক করিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেই যাওয়ার দিন ঠিক করব। প্রধানমন্ত্রী হওয়ার পর ওঁর সঙ্গে দেখা হয়নি।’ খুব সুন্দর করেই সৌরভ এড়িয়ে যান বিজেপিতে যোগ দেওয়ার প্রশ্নটি।
কিন্তু প্রশ্ন থেকেই গেছে, শুধুই কী স্বচ্ছ ভারত অভিযানের জন্য মোদির সঙ্গে সাক্ষাত? কারণ এর আগে অনেকেই এই অভিযানে যোগ দিয়েছেন। সেজন্য ব্যক্তিগতভাবে মোদির সঙ্গে সাক্ষাতের দরকার হয়নি।
অনেকদিন ধরেই সৌরভকে বিজেপিতে নেওয়ার চেষ্টা চলছে। সে কথা স্বীকার করেছেন বাবুল সুপ্রিয়ও। লোকসভা ভোটের টিকিটও সৌরভকে দেওয়ার কথা হয়েছিল। কিন্তু লাভ হয়নি। তবে কী এবার সরাসরি মোদিই বিষয়টি নিয়ে কথা বললেন সৌরভের সঙ্গে?-জি নিউজ।
প্রতিক্ষণ /এডি/কেয়া