বিদ্যুৎ ভবনে ছাত্রলীগ-যুবলীগের গোলাগুলি, গুলিবিদ্ধ ৩
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম
সচিবালয়ের পাশে বিদ্যুৎ ভবনে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে টেন্ডার জমা দেওয়া নিয়ে ধাওয়া পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আল-মামুন নামে এক যুবলীগ কর্মীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।
প্রতক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে। ওই গোলাগুলির সময় একজন অতিরিক্ত সচিবের গাড়িতে গুলি লেগেছে। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৩-৬২-৩৩।
এসময় আরেক সরকারি কর্মকর্তা যিনি একটি প্রকল্পে পরিচালকের দায়িত্বে রয়েছেন। তার গাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
একই সময়ে সচিবালয়ের পরিবহন পুলের সামনে ২ টি এবং সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে একটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, তিনি হট্টগোলের সংবাদ পেয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রতিক্ষণ/এডি/রবি