বিধি ভেঙ্গে মসজিদে ভোট চাইলেন খোকন

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৫ সময়ঃ ৬:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

saeed-003_76999নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বায়তুল মোকাররমে জুমার নামাজের পর মোনাজাতের পূর্বে ঢাকা সিটি দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন মসজিদের মাইকে মুসল্লীদের কাছে ভোট চেয়েছেন।

এসময় তিনি নির্বাচিত হতে পারলে মসজিদের উন্নয়ন কর্মকান্ডেরও প্রতিশ্রুতি দেন।

নির্বাচন কমিশনের জারিকৃত সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধিমালার পরিপত্র-৩ এর ১৪ নং বলা হয়েছে, ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা সংক্রান্ত বাধা-নিষেধ: কোন প্রার্থী বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি মসজিদ, মন্দির, গির্জা বা অন্য কোন ধর্মীয় উপাসনালয়ে কোন প্রকার নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।

আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের এই ভোট চাওয়া ও উন্নয়ন কাজের প্রতিশ্রুতি দেওয়ার পর মুসল্লীদের মধ্যে নানা প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

অনেকে আবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গেছে।

 

প্রতিক্ষন/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G