বিনামূল্যে ফেসবুক ব্যবহার করতে পারবেন
আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
ফেসবুক ও রিলায়েন্স কমিউনিকেশন্স একত্রে ভারতে ইন্টারনেট.অর্গ চালু করেছে। এর আওতায় বেশ কিছু ওয়েবসাইটে বিনা ডেটা ব্যয়ে ব্রাউজ করা যাবে।
সম্প্রতি এক ঘোষণায় রিলায়েন্স ও ফেসবুক জানায়, তারা বিনামূল্যে বেশ কিছু ওয়েবসাইটে ব্রাউজ করার সুবিধা আনছে। টুজি বা থ্রিজি ডেটা সংযোগসহ মোবাইল ফোন ব্যবহার করে এ সুবিধা নেওয়া যাবে।
এ সেবার জন্য কিছু ওয়েবসাইটে ব্রাউজ করা যাবে, যার জন্য সরবরাহ করা ডেটাগুলো জিরো ব্যান্ডউইথের হবে। ফলে এতে কোনো ইন্টারনেট বিল উঠবে না।
ভারতের ইন্টারনেট ব্যবহারকারীদের বিনামূল্যের এ সেবা নেওয়ার জন্য ইন্টারনেট.অর্গ একটি অ্যাপ ইনস্টল করতে হবে মোবাইল ফোনে। এরপর নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে ব্রাউজের সময় যদি মোবাইলের স্ক্রিনে “Free Data” লেখাটি দেখা যায় তখন তাতে কোনো বিল উঠবে না।
বিনামূল্যের এ সাইটগুলোর তালিকায় রয়েছে নিউজ, স্বাস্থ্য সামাজিক বিষয়ক ওয়েবসাইট। যেমন, বিং-এর মাধ্যমে সার্চ করর ব্যবস্থা, ইএসপিএন ক্রিকইনফো, ই-কমার্স সাইট ওএলএক্স ও ক্লিয়ারট্রিপ। এ ছাড়াও রয়েছে উইকিপিডিয়ার মতো সাইট।
ইন্টারনেট.অর্গ-এর ভারতের সম্পূর্ণ তালিকাটির ৪০টি ওয়েবসাইটের মধ্যে রয়েছে- Aaj Tak (সংবাদ), AccuWeather (আবহাওয়া), amarujala.com (সংবাদ), AP Speaks (স্থানীয় সরকার), Babajob (চাকরি), BabyCenter & MAMA (মা ও শিশু), BBC News (সংবাদ), Bing Search (অনুসন্ধান), Cleartrip (ভ্রমণের টিকিট), Daily Bhaskar (সংবাদ), Dictionary.com (অভিধান), ESPN Cricinfo (ক্রিকেট খেলার সংবাদ), Facebook (সামাজিক যোগাযোগমাধ্যম), Facts for Life (স্বাস্থ্যতথ্য), Girl Effect (মেয়েদের প্রয়োজনীয় তথ্য), HungamaPlay (সঙ্গীত), IBNLive (সংবাদ), iLearn (নারী উদ্যোক্তা শিক্ষা), India Today (সংবাদ), Internet Basics (ইন্টারনেট তথ্য), Jagran (সংবাদ), Jagran Josh (শিক্ষা ও ক্যারিয়ার তথ্য), Maalai Malar (তামিল সংবাদ), Maharashtra Times (মারাঠি সংবাদ), Malaria No More (ম্যালেরিয়া তথ্য),
manoramanews.com (স্থানীয় সংবাদ), Messenger (বার্তা বিনিময়), NDTV (সংবাদ), Newshunt (সংবাদ), OLX (কেনা-বেচা), Reliance Astrology (রাশিফল, Reuters Market Lite (কৃষি তথ্য), Socialblood (রক্তদান), Times of India (সংবাদ), TimesJobs (চাকরি), Translator (অনুবাদ), Wikipedia (বিশ্বকোষ) ও wikiHow (তথ্য)।
প্রতিক্ষণ/এডি/জয়