বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের ১৪জন নির্বাচিত
এস এম সাব্বির (গোপালগঞ্জ প্রতিনিধি)
গোপালগঞ্জ সদর উপজেলার ২১ ইউনিয়নের মধ্যে ১৪ টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হচ্ছেন।
রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ঐ ১৪ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলকারীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এখন ঐ ১৪ ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছেন বলে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
মনোনয়নপত্র প্রত্যাহারের পর আওয়ামী লীগ মনোনীত লতিফপুর ইউনিয়নে ফকরুল ইসলাম, দূর্গাপুরে নাজিব আহম্মেদ নাজিব, বোড়াশীতে এম.এম মনির আহম্মেদ ননী, কাঠিতে মোঃ বাচ্চু শেখ, কাজুলিয়াতে মাখন লাল দাস, গোবরায় শফিকুর রহমান চৌধূরী টুটুল, শুকতাইলে মোঃ শহিদুল ইসলাম, হরিদাসপুরে মুন্সি মকিদুজ্জামান, করপাড়ায় এ্যাড. সিকদার শাহ সুফিয়ান, বৌলতলীতে সুকান্ত বিশ্বাস, সাতপাড়ে সুজিৎ মন্ডল, সাহাপুরে সুবোধ চন্দ্র হীরা, রঘুনাথপুরে শ্রীবাস বিশ্বাস, উলপুরে মোঃ কামরুল হাসান বাবুল মোল্লা একক প্রার্থী রয়েছেন। এরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস জানিয়েছেন।
এ উপজেলার মাঝিগাতী, পাইককান্দি, উরফি, চন্দ্রদিঘলিয়া, জালালাবাদ, গোপীনাথপুর ও নিজড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া সব ইউনিয়নেই সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারান সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবেও বলে জানান ঐ কর্মকর্তা। আগামী ৩১ মার্চ দ্বিতীয় ধাপে গোপালগঞ্জ সদর উপজেলার ২১ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।
প্রতিক্ষণ/এডি/এফটি