বিনোদনে নন্দন পার্ক
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
সময় পেলেই ব্যস্ততা ভুলে গিয়ে নিজেকে জাগিয়ে তোলার জন্য মানুষ বেছে নেয় এমন একটি জায়গা, যেখানে গিয়ে শরীর ও মন দুটোই স্বস্তি পায়। অর্থাৎ মানুষ সবসময়েই চায় কিছুক্ষণের জন্য হলেও ব্যস্ততা ভুলে নির্মল আনন্দে মেতে উঠতে। এ আনন্দ উপভোগ করতে ঘুরে আসতে পারেন ঢাকার অদূরে সাভারে বাংলাদেশের বৃহত্তম বিনোদন কেন্দ্র নন্দন পার্কে।
সাভারের নবীনগর-চন্দ্রা হাইওয়ের বাড়ইপাড়া এলাকায় প্রায় ৩৩ একর জমির ওপর ২০০৩ সালের অক্টোবর মাস থেকে নন্দন থিম পার্কের যাত্রা শুরু।
ঢাকার মতিঝিল থেকে এখানে বাসযোগে পৌঁছাতে সময় লাগে দু,ঘন্টার মতো। হানিফ, সুপার ও আজমেরী বাস সার্ভিসযোগে নন্দনে যাতায়াত করা যায়। এছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়েও এখানে আসা যায়। পার্কের সামনে প্রায় ১,৫০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।
নন্দন থিম পার্কটির বিশেষত্ব হচ্ছে সবুজের সমারোহ। হাটতে হাটতে ক্লান্ত হলে/জিরিয়ে নিতে বসতে পারেন ঘাসের সবুজ গাঁলিচাতে।
এছাড়া, আন্তর্জাতিক মানের রাইড, মানসম্পন্ন খাবারের দোকান ও প্রাকৃতিক পরিবেশ সত্যিই ভ্রমনকারীদের বারবার নন্দন পার্কে আসার ইচ্ছা বাড়িয়ে দেবে। এখানে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও হকারমুক্ত পরিবেশ।
নন্দন পার্কে আকর্ষনীয় রাইডগুলোর মধ্যে রয়েছে ক্যাবল কার, ওয়েব পুল, জিপ স্লাইড, রক ক্লাইমরিং, রিপলিং, মুন রেকার, কাটার পিলার, ওয়াটার কোস্টার, আইসল্যান্ড, প্যাডেল বোট, কিটস ড্রিম ওয়াল্ট। প্রতিটি উৎসব উপলক্ষে নন্দন পার্ক দেয় আকর্ষণীয় ও বিশেষ অফার।
এছাড়া সব সময়ের জন্য নন্দন পার্কে প্রবেশ মূল্য ২০০ টাকা। ওয়াটার ওয়ার্ল্ডের সমস্ত রাইড ব্যবহার ফি ৪০০ টাকা।আর রাইডগুলোতে টিকেট কেটে উঠতে পারবেন। রাইডগুলোর ফি ৪০-৫০ টাকার মধ্যে।
শনিবার থেকে বৃহস্পতিবারে সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে নন্দন পার্ক । শুধুমাত্র শুক্রবার সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে।
ঢাকার বাইরে আধুনিকতার ছোঁয়ায় প্রাকৃতিক পরিবেশে কারো যদি ঘুরতে ইচ্ছে করে, তবে এখনই বেড়াতে বেরিয়ে পড়ুন নন্দন পার্কে। সেখানে আপনার ক্লান্ত মনকে আনন্দে ভরিয়ে তুলতে পার্কটিতে পাবেন সব আয়োজন।