বিপদজনক সেলফি!
প্রতিক্ষণ ডেস্ক
বর্তমান যুগ সেলফির যুগ। তাইতো যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে উঠে পড়েছে লেগেছে সবাই। আর তারই প্রমাণ মেলে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোয় নানা ঢঙে, হরেক ভঙ্গিমায়, বিভিন্ন স্থানে সেলফি তুলে পোস্ট করার অঘোষিত প্রতিযোগিতা দেখে।
আর এক্ষেত্রে সব অবস্থাতেই সেলফি তুলে পোস্ট করতে পারলে তবেই আনন্দ। তবে এই আনন্দ অনেক সময় বেদনার কারণ হয়েও দাড়াচ্ছে। কেননা অনেকে নানা ঝুকিপূর্ণ স্থানে জীবনের ঝুঁকি নিয়ে দু:সাহসিক সেলফিও তুলছে। ফলে সেলফি তুলতে গিয়ে আহত-নিহতের ঘটনাও বাড়ছে।
এবিপি আনন্দের খবরে বলা হয়েছে, একটি সমীক্ষা শেষে গবেষকরা জানিয়েছেন, বর্তমানে হাঙরের আক্রমনের চেয়ে বিপদজনক ঘটনা সেলফি। কেননা ২০১৫ সালে হাঙরের আক্রমণে যত মৃত্যুর ঘটনা ঘটছে, তার বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সেলফি তুলতে গিয়ে। ২০১৫ সালে এখন পর্যন্ত সারা বিশ্বে মোট ১৫ জন মানুষ সেলফি তুলতে গিয়ে প্রাণ খুইয়েছেন। অন্যদিকে হাঙরের আক্রমণে সারা বিশ্বে মৃতের সংখ্যা ৮ জন।
এ ছাড়া ঝুকিপূর্ণ স্থানে সেলফি তুলতে গিয়ে অনেকে আহত হয়ে পঙ্গুত্বও বরণ করেছেন। দু:সাহসিক সেলফি তুলতে গিয়ে সাবধানতা বজায় রাখার জন্য বিভিন্ন জায়গায় প্রচার শুরু হয়েছে।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ