বিপিএলের টাইটেল স্পন্সর ইস্পাহানি মির্জাপুর চা

প্রথম প্রকাশঃ জানুয়ারি ৫, ২০২৩ সময়ঃ ২:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০১ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

৯ম বিপিএল আসরের তেমন কোন প্রচারনা না থাকলেও আয়োজকরা টাইটেল স্পন্সর ঘোষণাটা আজ দুপুর আনুষ্ঠানিক ভাবেই দিয়েছে।

দুপুরে মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঘোষনা হলো বিপিএল টাইটেল স্পন্সর হিসেবে ইস্পাহানি মির্জাপুর চা কোম্পানির নাম।

শীতের ঠান্ডা বাতাসের মধেই মিরপুর স্টেডিয়ামে মিডিয়া ভবনের সামনে খোলা আকাশের নিচে দায় সারার উদ্বোধনী অনুষ্ঠানে ছিল না সামান্যতম আয়োজন।

এছাড়া পাওয়ার্ড বাই মিনিস্টার গ্রুগ। আর সহযোগি স্পন্সর হিসেবে নাগরিক টিভিও তালিকায় আছে। বিপিএল ৯ম আসরের সব ম্যাচ নাগরিক টিভিতে সস্প্রচার করা হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়া হয়।

মোট ১৫টি বিদেশি টিভি ম্যাচ সম্প্রচার করবে। এছাড়া আইসিসির টিভি চ্যানেল প্রথম বার খেলা দেখাবে বলেও জানানো হয়েছে।

রেডিও পাটর্না হিসেবে থাকবে এবিসি রেডিও।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G