ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল ২০২৩ এর প্লেয়ার ড্রাফট কাল বুধবার অনুষ্ঠিত হবে। বিসিবি আজ এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। এছাড়া কাল বিপিএলের নতুন লোগো উন্মোচণের পর্ব-টিও সেরে নেমে আয়োজক কমিটি।
উল্লেখ, এরই মধ্যে সিলেট স্ট্রাইকার তাদের দেশি-বিদেশি সংগ্রহ করার কাজটি সেরে ফেলেছে। বাকী আছে অন্য ৬টি দল। কাল প্লেয়ার ড্রাফটের পরই দল গুলো নিজেদের দলীয় লোগো আর থিম সঙ্গ প্রকাশ করবে বলে জানা গেছে।
তবে দল গুলো বিদেশী ক্রিকেটার দলে ভেড়াতে যে যার মতো কাজ প্রায় শেষ করে রেখেছে। শুধু অপেক্ষা কাল প্লেয়ার ড্রাফট শেষ হলেও অধিকাংশ কাজ শেষ হয়ে যাবে। এরপর দল গোছানোর পর্বে নেমে পড়বে দল গুলো। নতুন বছরের শুরুতে বিপিএল ২০২৩ দিয়ে ঘরোয়া ক্রিকেট নতুন যাত্রা শুরু করবে।
সূত্র : বিসিবি