ক্রীড়া প্রতিবেদক
শুক্রবার ৬ জানুয়ারী ২০২৩ বিপিএলের ৯ম আসর মাঠে গড়াবে। প্রতিটি আসর শুরুর আগে ঢাকাকে নিয়ে আলোচনাটা বেশি হয়ে থাকে। কারণ প্রতি বারই সেরা দল গড়ে শিপোরার জন্য লড়াই করে ঢাকা। আগের ৮ আসরের মধ্যে ৩ বারই শিরোপা জিতেছে ঢাকা।
তবে এবার একটু দেরিতেই দল নিয়ে মাঠে নামছে ঢাকা ডমিনেটরর্স। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে আজ ১১টা থেকে ১টা অবদি অনুশীলন করবে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে।
এটা এবারের আসরে মাঠে নামার আগে ঢাকার প্রথম অনুশীলন।
এরই মধ্যে দলের সব ক্রিকেটার হোটেলে উঠে গেছে বলে জানিয়েছে ঢাকার মিডিয়া সেল।