বিমানবন্দরে ফ্রি ওআইফাই

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ২:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

pulok_338562696 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওআইফাই জোন চালু হয়েছে বলে সংসদে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, বিদেশ থেকে আসা-যাওয়ার সময় যাত্রীরা যেন তাদের প্রয়োজনীয় যোগাযোগ করতে পারেন এজন্য এই উদ্যোগ নেওয়া হয়।

রোববার বিকেলে জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ওআইফাই জোনের নাম ওয়েলকাম টু ডিজিটাল বাংলাদেশ। এর পার্সওয়ার্ড হচ্ছে জয়বাংলা।

অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতেও ফ্রি ওআইফাই জোন চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনসহ কয়েকটি স্থানে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই সুবিধা চালু করা হবে।

প্রতিক্ষণ/এডি/রায়হান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G