বিমানবন্দরে মুঠোফোন জব্দ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ১৪ হাজার ৯০০ মুঠোফোন জব্দ করা হয়েছে।
আজ শনিবার সকালে বিশেষ অভিযান চালিয়ে মুঠোফোনগুলো জব্দ করা হয়।
এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বিমানবন্দরে অভিযান চালিয়ে মুঠোফোনের এই চালনটি জব্দ করা হয়। পরে আইএমইআই নম্বরের কোনো মিল না থাকায় মুঠোফোনগুলোকে নকল বলে শনাক্ত করা হয়।
মইনুল খান আরও বলেন, প্রতিটি মুঠোফোনের বাজারমূল্য এক হাজার ২০০ টাকা। সেই হিসেবে ১৪ হাজার ৯০০টি মুঠোফোনের মূল্য দাঁড়ায় প্রায় দুই কোটি টাকা।
প্রতিক্ষণ/এডি/শাআ