বিমানবন্দরে যাত্রীর দেহে মিলল ৯ কেজি সোনা
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এক যাত্রীর দেহ তল্লাশি করে ৯ কেজি ২৭৮ গ্রাম স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। বুধবার মধ্যরাতে ব্যাংকক থেকে আগত যাত্রী সিরাজুল ইসলামের (৪১) দেহ তল্লাশি করে এগুলো জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, ঐ যাত্রী ব্যাংকক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ব্যাংকক হয়ে বুধবার রাতে শাহজালালে অবতরণ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দা। পরে শুল্ক গোয়েন্দারা কাস্টমস হলে নিয়ে তার শরীর তল্লাশি করে এক কেজি ওজনের ৯টি বার এবং ২৭৮ গ্রামের খণ্ডিত টুকরা স্বর্ণ পান।
জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় চার কোটি ৬০ লাখ টাকা।
প্রতিক্ষণ/এডি/রন