বিমান তৈরিতে রেকর্ড গড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশঃ আগস্ট ৫, ২০১৫ সময়ঃ ৬:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

BIMAN‘স্ট্যাটেলঞ্চ কেরিয়ার’।একটি বিমানের নাম। বিমানটি তৈরি করে রেকর্ড গড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কেনানা পৃথিবীর সবচেয়ে বড় বিমান এটি। আর রেকর্ড গড়তে যাওয়া এই বিমানটি ২০১৬ সাল নাগাদ আকাশে উড়বে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলিমেইল জানিয়েছে, সবচেয়ে বড় আকারের এই বিমানটির একটি ডানা থেকে আরেকটি ডানার দৈর্ঘ্য ৩৮৫। যা কিনা একটি ফুটবল মাঠের চেয়েও বড়।

বিমানটি তৈরির কাজে নিযুক্ত অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, বিমানটিতে ছয়টি ইঞ্জিন রয়েছে। এতে ৭৪৭ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা

বোয়িং বিমানের ইঞ্জিনে ব্যবহার করা হয়।

বিমানটি মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের কাজে ব্যবহৃত হবে।যার ফলে স্যাটেলাইট উৎক্ষেপণের খরচ অনেকটাই কমে যাবে।শুধু মাত্র তাই নয়, এটি দিয়ে রকেট উৎক্ষেপণএ করা যাবে যা ভূমি থেকে রকেট উৎক্ষেপণের খরচটাও কমিয়ে দিবে।

বিশাল আকৃতির এই বিমানটির ওজন ৫৪ লাখ ৪ হাজার ৩১১ কেজি যা ভূমি থেকে ৩০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারবে।এটি ৬ হাজার ১২৪ কিলোগ্রাম ওজনের রকেট বহন করতে পারে।

প্রতিক্ষণ / এডি / দাউদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G