বিমান হামলায় ইয়েমেনে ১০ শিশু নিহত
প্রতিক্ষণ ডেস্কঃ
ইয়েমেনের উত্তরাঞ্চলে বিমান হামলায় অন্তত ১০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী চিকিৎসা সংস্থা মিতস সঁ ফঁতিয়া (এমএসএফ)। শনিবার চালানো এ হামলায় আহত হয়েছে আরো ২৮ জন শিশু।
এমএসএফ রোববার জানায়, হতাহতদের বয়স ৮-১৫ বছর। তারা ইয়েমেনের উত্তরপশ্চিমের সাদ প্রদেশের হেদানের একটি স্কুলের ছাত্র।
শনিবার এই হামলা চালানো হয়েছে জানিয়ে এমএসএফ এর নারী মুখপাত্র মালাক শাহের বলেন, ‘সাদ প্রদেশের হেদানের একটি স্কুলে এ বিমান হামলাটি চালানো হয়েছে। আমাদের কাছে ১০টি
শিশুর লাশ ও আরো আহত ২৮টি শিশু আনা হয়েছে। এদের সবারই বয়স ১৫ বছরের নিচে।’
সাদ্দা এলাকার হুতি আন্দোলনের একজন জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আব্দুল-সালাম এ হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় আরব জোট বাহিনীকে দায়ী করেছেন।
জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের এক বিবৃতির মাত্র একদিন পরই এ হামলা চালানো হয়। জাতিসংঘ থেকে জানানো হয়েছিল, ইয়েমেনে চলতি বছরের চার মাসে ২৭২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
প্রতিক্ষণ/এডি/আরএম