বিরানি খেয়ে শ্রমিকের মৃত্যু, হাসপাতালে দেড় শতাধিক
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
কুমিল্লা বিসিক শিল্প নগরীর একটি ফ্যাক্টরিতে বিরানি খেয়ে অসুস্থ শ্রমিকদের মধ্যে রবিবার বিকেলে মালেকা বেগম (৩৫) নামের একজন মারা গেছেন। তিনি কুমিল্লা সদর উপজেলার আড়াইওরা এলাকার আবদুল হালিমের স্ত্রী।
বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আরো দেড় শতাধিক শ্রমিক
কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর পর্যন্ত ১৩৭ জন ভর্তি হয়েছেন।
শ্রমিকরা জানান, বৃহস্পতিবার জেলার বিসিক শিল্প নগরীর ফরিদ ফাইবার ফ্যাক্টরিতে বার্ষিক ভোজ অনুষ্ঠানে শ্রমিকদের বিরানি খাওয়ানো হয়। বিরানি খেয়ে শ্রমিকরা শুক্রবার থেকে অসুস্থ হতে থাকেন।
অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। গুরুতর অসুস্থরা শনিবার দুপুর থেকে হাসপাতালে ভর্তি হতে শুরু করেন। যারা বাড়িতে খাবার নিয়ে গেছেন, তাদের স্ত্রী-সন্তানরাও আক্রান্ত হয়েছেন।
কুমিল্লা সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম শাহজাহান জানান, খাদ্যে বিষক্রিয়ায় শ্রমিকরা অসুস্থ হয়েছেন। পানিশূন্যতায় ভোগা শ্রমিক মালেকা বেগম ভর্তির পর পর বিকেলে মারা যান। ফ্যাক্টরিতে গিয়ে ৯০ শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
এদিকে অসুস্থদের চিকিৎসায় মেডিকেল অফিসার ডা. সায়হাম হোসেন ভূঁইয়াকে প্রধান করে পাঁচ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।
প্রতিক্ষণ /এডি / মোবারক