বিরিয়ানির দাম ২৪ লাখ টাকা!
প্রতিক্ষণ ডেস্কঃ
আমরা অনেকেই বিরিয়ানি খেতে ভালোবাসি। ঘর থেকে শুরু করে রেস্তোরা – সবখানেই বিরিয়ানি চেখে দেখি সুযোগ পেলেই। তো এক প্লেট বিরিয়ানির দাম কত হতে পারে? ১০০, ২০০, ৩০০ কিংবা কন ফাইভস্টার হোটেলে বড়জোড় এক বা দু হাজার টাকা?
না, ভুল করছেন আপনি। আমরা যে বিশেষ বির্যানি নিয়ে কথা বলছি তার দাম এক প্লেট ১ লাখ ১৩ হাজার ৬০০ সৌদি রিয়াল, যা বাংলাদেশী মুদ্রায়২৩৭৬৮০৩ টাকা। অর্থ্যাৎ প্রায় ২৪ লাখ টাকা। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ তারুতে এতিম ও গরিবদের জন্য সহায়তার জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে সোমবার আয়োজিত নিলামে এই দামে খাবারটি বিক্রি হয়।
এই কল্পনার সীমা ছাড়ানো দামে বিক্রি হওয়া ঐতিহ্যবাহী বিরিয়ানির এই ডিশটি সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোতে ঐ মান্দি নামে পরিচিত।সুগন্ধী চালের সাথে মুরগি বা ভেড়ার গোশত দিয়ে এই খাবার তৈরি করা হয়।
অবশ্য অনেকে এই নিলামের বিরোধিতা করে বলেছেন, ধনীরা এমনিতেই দান করতে পারেন। এর জন্য এত দামে খাবার বিক্রির প্রয়োজন হয় না।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া