বিলুপ্ত হয়ে গেল কালো গণ্ডার

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০১৬ সময়ঃ ৫:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

61299-animals-computer-animal-black-jaguar-577394-1024x768

পশ্চিম আফ্রিকান কালো গণ্ডারকে অফিশিয়ালি বিলুপ্ত প্রজাতি বলে ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত প্রাণিজগতের ৯০০রও অধিক প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে।

পশ্চিম আফ্রিকান এই কালো গণ্ডার ছিল কালো গণ্ডারের বিভিন্ন প্রজাতির মধ্যে সবচেয়ে বিরল। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন)একে এখন বিলুপ্ত ঘোষনা করেছে। ডাইসেরস বাইকরনিস লংপাইপস নামক এই প্রজাতিটির গণ্ডারদের এক সময় মধ্য আফ্রিকায় অহরহ দেখা যেত। কিন্তু বাণিজ্যিক কারণে অবৈধভাবে পশু হত্যা অর্থ্যাৎ পোচিং এর কারণে কালো গণ্ডারের সংখ্যা এক সময় অত্যধিক কমে আসতে শুরু করে।

গণ্ডারের এই প্রজাতিটিকে ২০০৮ সালে “মারাত্নকভাবে বিপন্ন” প্রজাতি হিসেবে শ্রেনীবদ্ধ করা হয়। কিন্তু এ বছর উত্তর ক্যামেরুনে পশ্চিম আফ্রিকান কালো গণ্ডারের শেষ আবাসস্থলটিতে জরিপ করার পর সেখানে গণ্ডারের কোন অস্তিত্বই আর খুঁজে পাওয়া যায়নি। এমনকি এদের বেঁচে থাকার কোন চিহ্ন যেমন বিষ্ঠা বা খাদ্যগ্রহণের প্রমাণ জাতীয় কিছুও পাওয়া যায়নি। আর দূর্ভাগ্যজনক বিষয় এই যে, পশ্চিম আফ্রিকান কালো গণ্ডারের কোন প্রতিনিধি পৃথিবীর কোন চিড়িয়াখান বা সাফারিপার্কেও বন্দী অবস্থায় নেই।

অর্থ্যাৎ আমরা মানবপ্রজাতি পৃথিবীর প্রাণিকূলের আরেকটি অসাধারণ নিদর্শন নির্মমভাবে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম হয়েছি।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G