বিনোদন ডেস্ক
জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন পূর্ণিমা। কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ২০১০ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এবার অন্যরকম এক স্বীকৃতি পেলেন অভিনেত্রী পূর্ণিমা। চলচ্চিত্রে অবদানের জন্য তাকে বিশেষ সম্মাননায় পুরস্কৃত করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘আমরা কুঁড়ি’।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘অধিকার মর্যাদায় নারী পুরুষ সমানে সমান’ শীর্ষক আলোচনাসভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় পূর্ণিমাকে এ বিশেষ সম্মাননা দেয়া হয়। পূর্ণিমার হাতে পুরস্কারটি তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশ্ব নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সম্মাননা প্রাপ্তিতে পূর্ণিমা ফেসবুকে লিখেছেন, ‘চলচ্চিত্রে অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হলো আমাকে। ধন্যবাদ ‘আমরা কুঁড়িকে’।’
অনুষ্ঠানে অন্য সম্মাননা প্রাপ্তরা হলেন— সঙ্গীতশিল্পী ফরিদা পারভিন, মোটুসী, এটিএন বাংলার সংবাদ পাঠক শামীম আরা মুন্নি, নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর, রত্নগর্ভা মা নুরজাহান বেগম, জেলা জজ হাসিনা রৌশন জাহান, রেহেনা আক্তার বুলবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেন, ‘মেয়েরা এগিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে দেখা যাচ্ছে ছেলেদের তুলনায় মেয়েরাই আজকাল বেশি এগিয়ে। তবে মেয়েদের পেছনে ফেলে ছেলেদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। ছেলেদের পেছনে রেখেও মেয়েদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। দুজনকেই সমানে এগিয়ে যেতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে।’
পূর্ণিমা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র হলো- মতিউর রহমান পানু পরিচালিত ‘মনের মাঝে তুমি’ ও এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’।
বর্তমানে ‘ক্যান্ডি ক্রাশ’ নামের একটি ধারাবাহিকটির নাটকে অভিনয় করতে যাচ্ছেন পূর্ণিমা। এতে তার সহশিল্পী থাকছেন তৌসিফ মাহবুব, সুমন পাটওয়ারী, সাফা কবির, সাবিলা নূর ও সালমান মুক্তাদির।
#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।
প্রতিক্ষণ/এডি/এফটি