ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার পেরিয়ে মধ্যরাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা ১৯৮৬ সালের পর তৃতীয় বার বিশ্বকাপ শিরোপা জয়ের মিশণ মাঠে নামবে। প্রতিপক্ষে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে রানারআপ ক্রোশিয়া। প্রস্তুত আর্জেন্টিনা, জানিয়েছেন দলের কোচ। তবে সতর্কও করে দিয়েছেন দলকে। ক্রোশিয়া কঠিন প্রতিপক্ষের নাম।
অতীতের ইতিহাস সে কথাই প্রমান বহন করে। দুই দলের আন্তর্জাতিক ময়দনী যুদ্ধে সমান সমান। হেড টু হেড বলেছে মোট ৫ বারের সাক্ষাতে আর্জেন্টিনা জিতেছে ২ ম্যাচ, ক্রোয়েশিয়া জিতেছে ২ ম্যাচ আর ড্র হয়েছে ১ ম্যাচ।
এক নজরে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা পথচলা-
গ্রুপ পর্বে
সৌদি আরবের কাছে ২-১ গোলে পরাজিত আর্জেন্টিনা
মেক্সিকোকে ২-০ গোলে হারায়
পোল্যান্ডকে ২-০ গোলে হারায়
নকআউট পর্বে
অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারায়
কোয়ার্টার ফাইনাল
পেনাল্টিতে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারায়
সেমি ফাইনাল-
ক্রোয়েশিয়া বনাম আর্জেন্টিনা,
কে জয়ী?
সূত্র : ফিফা