বিশ্বকাপ ২০২২: কাতার ঐতিহাসিক কিকঅফের জন্য প্রস্তুত

প্রথম প্রকাশঃ নভেম্বর ২০, ২০২২ সময়ঃ ১:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩১ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের কিকঅফ মাত্র ঘন্টা দূরে! আজ রাত ১০টায় মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত প্রথমবারের মতো বিশ্বকাপের সূচনা হবে। এই  উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতার ইকুয়েডরের মুখোমুখি হবে।

এক দশকেরও বেশি সময় ধরে প্রস্তুতির ফলে এই বিন্দুতে পরিণত হয়েছে কাতার। ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো টুর্নামেন্ট নিয়ে তাদের সমালোচনায় পশ্চিমাদের দ্বিমতের অভিযোগ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কাতারে জাতিসংঘের প্রধান ফিলিস্তিনি নেতা কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বেশ কয়েকজন নেতা ও বিশিষ্ট ব্যক্তি কাতারে পৌঁছেছেন। শনিবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের মতো দোহায় পৌঁছেছেন।

অন্যান্য আগতদের মধ্যে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে এবং ইকুয়েডরের ভাইস প্রেসিডেন্ট আলফ্রেডো বোরেরো অন্তর্ভুক্ত আছে বলেও আল-জাজিরা জানিয়েছে।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G