বিশ্বকাপ ২০২২ : ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ইতিহাসের পাতায়

প্রথম প্রকাশঃ নভেম্বর ২৮, ২০২২ সময়ঃ ১০:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৭ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ সময় রাত ১০টা ব্রাজিল বনাম সুইজারল্যান্ডের হাই ভোল্টেজের ম্যাচ। ১ ম্যাচ খেলে ৩ পয়েন্ট করে সমান অবস্থানে দুই দল।

ফিফার র‌্যাঙ্গিংয়ে ব্রাজিল ১ নম্বর দল আর সুইজারল্যান্ড ১৫তম তালিকায় আছে। পার্থক্যটা কাগজে-কলমে অনেক মনে হলেও বাস্তবে মাঠে কিন্তু বিগত চার বছরে সেটা দেখা যায়নি। তাই আজ ব্রাজিল জিতেই যাবে এমনটা বলা উপায় নেই।

ব্রাজিল কাতার ২০২২ এর জন্য যোগ্যতা অর্জন করেছে অপরাজিত থেকেই। বিশ্বকাপের আসরে রেকর্ড পাঁচবার বিশ্বকাপ জিতেছে।

অপর দিকে গত চার বিশ্বকাপের তিনটিতেই নকআউট পর্বে উঠেছে সুইজারল্যান্ড। ব্রাজিল ১৯৩০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপ খেলেছে। কিন্তু ২০০২ সালের পর থেকে তারা ফাইনালে উঠতে পারেনি। বাছাইপর্বের খেলায় অপরাজিত ছিল সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের বিপক্ষে নয়টি ম্যাচে ব্রাজিল তিনটি জিতেছে, চারটিতে ড্র করেছে এবং দুটিতে হেরেছে।

ব্রাজিল একাদশ :

অ্যালিসন, মিলিতো, সিলভা, মারকুইনহোস, স্যান্ড্রো, ফ্রেড, ক্যাসেমিরো, পাকেতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।

সুইজারল্যান্ড একাদশ :

সোমার, উইডমার, আকাঞ্জি, এলভেদি, রদ্রিগেজ, ফ্রেউলার, জাকা, রিডার, সো, এম্বোলো।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G