বিশ্বনাথে জামায়াত-বিএনপির ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
সিলেটের বিশ্বনাথে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার দুপুর ২টার দিকে জামায়াত-বিএনপির ৪৪ নেতাকর্মীকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মামলাটি দায়ের করেন।
মামলায় উপজেলা শিবির সভাপতি জহির উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপের পর শিবির সভাপতি জহিরসহ ৩ জনকে আটক করে পুলিশ। শনিবার দুপুরে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতার হওয়া অপর ২ জন হলেন- বিশ্বনাথ সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইউপি সদস্য আব্দুস সোবহান এবং খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি নেতা ইউপি সদস্য মিছিরুল ইসলাম মিছির।
বিশ্বনাথ থানার অফিসার্স ইন্চার্জ (ওসি) রফিকুল হোসেন বলেন, এ মামালায় ৩ জনকে গ্রেফতারও করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় বিশ্বনাথ উপজেলার শাহপুর এলাকায় ছাতকগামী (সিলেট-ট, ০২-০০৯২) খালি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছোঁড়ে। এসময় পেট্রোলবোমার আগুনে দগ্ধ হন ট্রাক চালক হাসান (২৮) ও তার ছোট ভাই গাড়ির হেলপার আল-আমিন (২০)। অগ্নিদগ্ধ দুই ভাই সিলেট ওসমানী হাসপাতালের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিক্ষণ/এডি/বাবলা