বিশ্বরেকর্ড গড়ল সৌরচালিত বিমান

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৯:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪২ অপরাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

image_সোলার ইমপালস ২ নামের সৌরচালিত বিমানটি বিশ্বরেকর্ড গড়ে আহমেদাবাদ পৌঁছালো । দ্বিতীয় যাত্রায় বিমানটি ওমানের রাজধানী মাস্কট থেকে উড়ে ভারতের আহমেদাবাদে পৌঁছেছে। বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

দ্বিতীয় যাত্রায় একটানা ১,৪৬৮ কিলোমিটার উড়ে বিমানটি বিশ্বরেকর্ড করে। এ যাত্রায় বিমানটির সময় লাগে ১৫ ঘণ্টার একটু বেশি। যাত্রাপথে বিমানটিকে পার হতে হয় আরব সাগর।

ওমানে যাত্রা শুরুর পর আহমেদাবাদে বিমানটি যখন পৌঁছায় তখন সেখানে অন্ধকার। তার মাঝেও কোনো ঝামেলা ছাড়াই অবতরণ করে বিমানটি।

বিশ্ব ভ্রমণের পরিকল্পনায় বিমানটি আগামী পাঁচ মাস বিভিন্ন মহাদেশের অনেকগুলো দেশে অবতরণ করবে। পরিকল্পনা অনুযায়ী যাত্রাপথে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর পাড়ি দেবে বিমানটি। প্রথম যাত্রায় এক আসনের বিমানটির পাইলট হিসেবে ছিলেন অন্দ্রেঁ বোরশবার্গ। দ্বিতীয় যাত্রায় বিমানটি চালান প্রকল্পের চেয়ারম্যান বাট্রান্ড পিকার্ড।

এর আগে প্রথম যাত্রায় বিমানটি সোমবার আবুধাবি থেকে  যাত্রা শুরু করে ওমানের রাজধানী মাস্কটে পৌঁছায়। কোনো জ্বালানী ছাড়াই উড়তে সক্ষম হওয়ায় বিমানটিকে দূষণমুক্ত ও পরিবেশসহায়ক বলে প্রচার করা হচ্ছে। যাত্রাপথে দূষণমুক্ত প্রযুক্তির পক্ষে নানা প্রচারণা চালাবে বিমানটি। বিমানটিতে সংরক্ষিত ব্যাটারির সাহায্যে তা রাতেও উড়তে সক্ষম।

জাম্বো জেটের মতো দীর্ঘ পাখা বিশিষ্ট এই বিমানে প্রায় ১২ হাজার সৌরকোষ লাগানো রয়েছে৷ দিনের বেলায় এগুলো আলো সঞ্চয় করে রাখে, যেন রাতের বেলায় তা দিয়ে ব্যাটারির সাহায্যে বিমানটি চালানো যায়৷ সৌরচালিত এই বিমানে দীর্ঘ পাখা থাকলেও ওজনে সেটা একটি ছোট গাড়ির সমান মাত্র৷

আপাতত বিশেষ এই বিমানের যাত্রী বলতে শুধু একজন পাইলট হলেও ভবিষ্যতে যেন সৌরচালিত বিমান যাত্রী বহন করতে পারে সেই স্বপ্ন দেখছেন সোলার ইমপালস প্রকল্পের প্রধান পিকার৷

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G